ব্রুস লিকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তার মেয়ের

ফিচার ডেস্ক

ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ছবিতে ব্রুস লিকে ‘অতিরঞ্জিত’ভাবে উপস্থাপন করেছেন হলিউড নির্মাতা কোয়ান্টিন টারান্টিনো—এমন অভিযোগ তুলে রীতিমতো এ নির্মাতাকে ভর্ত্সনা করলেন ব্রুস লির মেয়ে শ্যানন লি

সদ্য মুক্তি পেয়েছে কোয়ান্টিন টারান্টিনো নির্মিতওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ছবি। তবে মুক্তির পরই শুরু হয়েছে বিতর্ক, যা তুলেছেন মার্শাল আর্ট কিংবদন্তি ব্রুস লির মেয়ে শ্যানন লি। তিনি অভিযোগ করেছেন, এ ছবিতে যেভাবে তার বাবাকে চিত্রায়িত করা হয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। শ্যাননের দাবি, ব্রুস লিকে এ ছবিতে ‘অতিরঞ্জিত’ভাবে উপস্থাপন করা হয়েছে। এজন্য তিনি ছবিটির নির্মাতা কোয়ান্টিন টারান্টিনোকে ভর্ত্সনাও করেছেন। শ্যাননের দাবি, জীবিত থাকা অবস্থায় ব্রুস লিকে যেভাবে ‘শ্বেতাঙ্গ হলিউড’ বিবেচনা করত, কোনো পার্থক্য রচনা না করেই টারান্টিনো সেই একই পথে হেঁটেছেন। দ্য র্যাপকে দেয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেন তিনি।

ছবিটিতে ব্রুস লির চরিত্রে অভিনয় করেছেন মাইক মো। শ্যানন লির দাবি, চরিত্রটিকে ‘ব্যঙ্গাত্মক’ চরিত্রের আদলে উপস্থাপন করেছেন নির্মাতা। এতে ছবিটিতে লির সংগ্রামী জীবন ও তার দর্শন ধূলিসাৎ হয়ে গেছে, যা খুবই হতাশাজনক ও অস্বস্তিকর। ছবিটি দেখার পর প্রতিক্রিয়া জানিয়ে শ্যানন বলেন, ‘প্রেক্ষাগৃহের সিটে বসে আমার বাবাকে নিয়ে মানুষের হাসি শোনার বিষয়টি ছিল সত্যিকার অর্থেই অস্বস্তিকর।’ যদিও তিনি ব্রুস লির চরিত্রে অভিনয়ের জন্য মাইক মোর প্রশংসা করেছেন।

ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ছবির যে দৃশ্যটি নিয়ে শ্যানন বেশি সমালোচনা করেছেন, সেটি ছিল এমন: একটি দৃশ্যে দেখা যায়, স্টান্ট পারফরমার ক্লিফবুথকে (এ চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট) লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানান ব্রুস লি। মুখোমুখি লড়াইয়ে দেখা যায় ব্রুস লির চেয়ে ক্লিফবুথ ভালো অবস্থানে আছেন। শ্যানন লি এ নিয়ে জানান, ব্রুস—অসংখ্য হলিউড ব্যক্তিত্বের প্রশিক্ষক, এদের মধ্যে রয়েছেন স্টিভ ম্যাককুইন, রোমান পোলানস্কি ও শ্যারন টেট। লড়াইয়ের ক্ষেত্রে তিনি সবসময়ই তাদের এড়িয়ে চলতেন, যারা মার্শাল আর্ট নিয়ে সিদ্ধহস্ত নন। কিন্তু এ ছবিতে এমন এক চরিত্রকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে, যার সঙ্গে এসবের কোনো মিল নেই।&dquote;&dquote;

শ্যানন যোগ করেন, ‘ছবিটিতে যা চিত্রায়িত করা হয়েছে, এর পেছনের সব কারণ আমি বুঝতে পারছি।’ তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি বুঝতে পারছি, এখানে ব্র্যাড পিটের চরিত্রটিকে তারা অতি ভীতিকর চরিত্র হিসেবে তৈরি করতে চেয়েছেন, যিনি কিনা ব্রুস লিকেও হারিয়ে দিতে পারেন। কিন্তু তাকে এভাবে মূল্যায়ন করার প্রয়োজন ছিল না তাদের। জীবিত থাকা অবস্থায় তাকে নিয়ে এমনটাই করে গেছে শ্বেতাঙ্গ হলিউড।’

সবশেষে তিনি বলেন, ‘একজন মানুষ হিসেবে ব্রুস লি কেমন ছিলেন এবং তিনি কীভাবে জীবনযাপন করেছেন, সেসব নিয়ে আমি সবার মধ্যে সচেতনতা বাড়াতে আগ্রহী। তবে এ চিত্রায়ণের মধ্য দিয়ে এসব কিছুই রসাতলে গেল।’

শ্যানন লির এমন প্রতিক্রিয়ার পর গার্ডিয়ান যোগাযোগ করে কোয়ান্টিন টারান্টিনোর সঙ্গে। অবশ্য তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি তার।

ব্রুস লি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে শ্যানন লি বর্তমানে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্রুস লি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও টিভি শো ‘ওয়ারিয়র’-এর নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। এ শোটি তৈরি করা হচ্ছে ব্রুস লির অসমাপ্ত প্রকল্পগুলো অবলম্বনে।

প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে অনেক চেষ্টা করেও নানা কারণে হলিউডের ছবিতে অভিনয়ের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছিলেন ব্রুস লি।  সত্তরের দশকের শুরুতে হংকংভিত্তিক প্রযোজনায় নির্মিত মার্শাল আর্ট ছবিতে অভিনয় করে সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিলেন তিনি। তার অভিনীত বহুল আলোচিত ও প্রশংসিত ছবির মধ্যে অন্যতম এন্টার দ্য ড্রাগন ও ফিস্ট অব ফিউরি। মাত্র ৩২ বছর বয়সে ১৯৭৩ সালে পৃথিবী থেকে বিদায় নেন ব্রুস লি।

 

সূত্র: গার্ডিয়ান ও দ্য র্যাপ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন