শেষ পাতা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোইকা) প্রেসিডেন্ট লি মি কিউং। তবে তিনি রাজধানীর যানজট পরিস্থিতিতে কিছুটা হতাশ। এজন্য এ খাতে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিনিয়োগ বৃদ্ধি ও যানজট নিরসনে সহায়তার আশ্বাস দেন কোইকা প্রেসিডেন্ট।
রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কোইকার নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির প্রেসিডেন্ট। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে ব্যাপক আগ্রহ দেখিয়েছে কোরিয়া। কোইকার প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো। নিজ দেশে ফিরে ব্যবসায়ীদের এ বিষয়ে অবহিত করার আশ্বাস দিয়েছেন তিনি। এতে বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বাড়বে।
সার্বিক উন্নয়ন সহায়তা নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গাদের বিষয়েও কথা বলেছেন কোইকা প্রেসিডেন্ট। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাময়িক সমস্যা হলেও এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ঢাকার যানজট দেখে বিরক্ত হয়েছেন কোইকা প্রেসিডেন্ট। তিনি বৈঠকে জানিয়েছেন, একসময় তাদের দেশেরও এ অবস্থা ছিল। এটা সমাধানযোগ্য সমস্যা।
কোরিয়ায় এ সমস্যা নিয়ে যারা কাজ করেন, তিনি তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাংলাদেশ সরকারকে সহায়তা দেবেন।
ঢাকায় আন্ডারগ্রাউন্ড সাবওয়ে তৈরি হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এটি হলে যানজট কমবে। তাছাড়া ঢাকা শহরকে সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রামে যাতায়াতের সময় কমাতে দ্রুতগতির ট্রেন চালু করা হবে। গ্রামগুলোকে শহরে রূপান্তর করা হচ্ছে, যাতে গ্রামের মানুষকে আর শহরে আসতে না হয়। কোইকার প্রতিনিধি দলকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, কোরিয়া দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, পরিবেশ, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহায়তা দিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোরিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এখানে বিনিয়োগ হলে লোকসানের আশঙ্কা নেই বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে।
পাঠকের মতামত