আন্তর্জাতিক ব্যবসা

ভারতবর্ষে যিনি প্রথম বাজেট ও আয়কর ব্যবস্থার প্রবর্তন করেন তিনি হলেন ইংরেজ অর্থনীতিবিদ জেমস উইলসন। ১৮৬০ সালে তিনি সর্বপ্রথম এই বাজেট প্রবর্তন করেন। আয়কর আরোপের ক্ষেত্রে সে সময় উইলসনের যুক্তি ছিল যেহেতু ব্রিটিশ সরকার ভারতে ব্যবসা করার জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করে। সে কারণে তাদেরকে আয়কর দিতে হবে।
সিপাহী বিদ্রোহের দুই বছর পর অর্থসচিব হিসেবে ১৮৫৯ সালের ২৮ নভেম্বর ভারতে পৌঁছান উইলসন। সিপাহী বিদ্রোহের ফলে সে সময় ব্রিটিশ সরকারের অনেক অর্থ ব্যয় হয়েছিল। সামরিক ব্যয় বেড়ে যাওয়ায় সে সময় সরকার বড় আকারের ঋণে জড়িয়ে পড়েছিল। তখন উইলসন তার তীক্ষ্ণ মেধাশক্তি দিয়ে বুঝতে পেরেছিলেন একমাত্র জনগনই পারে অর্থনৈতিক সংকট অবস্থা থেকে মুক্তি দিতে।
১৮৬০ সালের ৭ এপ্রিল ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন উইলসন। প্রথম বাজেটেই জেমস উইলসন আধুনিক আয়কর ব্যবস্থা প্রবর্তন করেন। উইলসনের এটাই প্রথম এবং শেষ বাজেট। বাজেট পেশের মাস চারেকের মধ্যেই মৃত্যু হয় তার।
সূত্র: ইকোনমিক টাইমস
পাঠকের মতামত