টেলিকম ও প্রযুক্তি

২০১৮ সালে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কোম্পানির মাইলফলক ছুঁয়েছে অ্যাপল। তবে আইফোনের চাহিদা কমার কারণে এ অর্জন বেশিদিন ধরে রাখতে পারেনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। যে কারণে ২০১৯ সালকে গুরুত্বপূর্ণ মনে করছে অ্যাপল। ব্যবসায় প্রবৃদ্ধির জন্য চলতি বছর প্রতিষ্ঠানটি যেসব পণ্য আনতে পারে, তা নিয়ে আয়োজনের শেষ পর্ব—
এয়ারপাওয়ার
চলতি বছর ওয়্যারলেস চার্জিং স্টেশন ‘এয়ারপাওয়ার’ আনতে পারে অ্যাপল। ২০১৭ সালে আইফোনের দশকপূর্তি সংস্করণে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি এনেছিল প্রতিষ্ঠানটি। সে সময় ওয়্যারলেস চার্জিং ম্যাটের একটি ডেমো দেখানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে এয়ারপাওয়ার নামের ওই পণ্যটি আর বাজারজাত করা হয়নি। ধারণা করা হচ্ছে, এবার বাস্তবেই আলোর মুখ দেখতে যাচ্ছে অ্যাপল এয়ারপাওয়ার।
ম্যাকবুক ও আইম্যাক
চলতি বছর ম্যাকবুক ল্যাপটপ ও অল-ইন-ওয়ান ম্যাকবুক কম্পিউটারের নতুন সংস্করণ উন্মোচন করবে অ্যাপল। ইন্টেলের সর্বশেষ চিপসংবলিত এ দুই ডিভাইসে আরো উন্নত হার্ডওয়্যার ব্যবহার করা হবে।
আইপ্যাড মিনি
গত বছর অক্টোবরে টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের এক বিশ্লেষক পূর্বাভাস দিয়েছিলেন, চলতি বছর তুলনামূলক ছোট স্ক্রিনের নতুন একটি আইপ্যাড উন্মোচন করবে অ্যাপল। ২০১৫ সালে সর্বশেষ আইপ্যাড মিনির হালনাগাদ সংস্করণ উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি। চলতি বছর আসতে যাওয়া নতুন ডিভাইসটিকে আইপ্যাড মিনির নতুন সংস্করণ মনে করা হচ্ছে। ডিভাইসটি তুলনামূলক সাশ্রয়ী হবে।
ওভার-ইয়ার হেডফোন
চলতি বছর অ্যাপলের সবচেয়ে আকর্ষণীয় এবং নতুন হাই-এন্ড পণ্যটি হবে একজোড়া ওভার-ইয়ার হেডফোন। এ হেডফোন উন্নত ও নিখুঁত শব্দের নিশ্চয়তা দেবে। পাশাপাশি এতে থাকবে নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি, যা আইফোনের সঙ্গে জুড়ে দিয়ে ব্যবহার করা যাবে। বাজারে বিটস ব্র্যান্ডের হেডফোন বিক্রি করছে অ্যাপল। তবে নতুন হেডফোন অ্যাপল ব্র্যান্ডের হবে।
নতুন এয়ারপডস
চলতি বছর ওয়্যারলেস চার্জিং সুবিধার একজোড়া নতুন এয়ারপডস উন্মোচন করবে অ্যাপল। ডিভাইসগুলো আগের সংস্করণের চেয়ে আরো উন্নত এবং বেশি ফিচারসংবলিত হবে। পানিরোধী এ ইয়ারফোনে নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে নতুন এয়ারপডসের দাম আগের সংস্করণের চেয়ে বেশি হবে।
সূত্র: বিজনেস ইনসাইডার
পাঠকের মতামত