খেলা
ইমার্জিং কাপের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। গতকাল করাচিতে টুর্নামেন্টের প্রথম দিন আরব আমিরাতের বিপক্ষে ৯৭ রানের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নুরুল হাসান সোহানের দলকে। বাংলাদেশকে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় আমিরাত। জবাবে ১৭০ রানেই গুটিয়ে যায় টাইগাররা।
এর আগে ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আমিরাতের বোলাররা চাপে রাখে বাংলাদেশকে। দুই ওপেনার জাকির হাসান ও মিজানুর রহমান সতর্কভাবে শুরু করেন। তবে দলীয় ২৮ রানে জাকির আউট হন কাদির আহমেদের বলে। এর খানিক পর নাজমুল হোসেন শান্ত বিদায় নেন ৮ রান করে। বোলার আহমেদ রেজাকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে মিজানুর ও ইয়াসির আলি প্রতিরোধ গড়লেও ব্যক্তিগত ৪৩ রানে ইমরান হায়দারের শিকারে পরিণত হন মিজানুর। ওই ওভারে মোসাদ্দেক হোসেন সৈতককে শূন্য রানে বিদায় করেন তিনি। ২০ রান করে অলরাউন্ডার ইয়াসির আলী ফেরেন সাজঘরে। দলীয় ৭৯ রানে মোট ৫ ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশকে উদ্ধার করতে পারেননি অধিনায়ক নুরুল হাসান সোহানও। ফিরেছেন শূন্য রান করে। ৭৯ থেকে ৮০ রান পর্যন্ত যেতে আরো চার ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ। এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের। টেলএন্ডাররা ছিলেন আসা-যাওয়ার মাঝেই। নবম উইকেটে শরিফুল ও শফিউল মিলে ৫৪ রান যোগ করলেও ১৭০ রানেই গুটিয়ে যায় টাইগাররা।
পাঠকের মতামত