টেলিকম ও প্রযুক্তি
সেলফোন অপারেটর বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য শীতকালীন বিশেষ অফার ‘সিজন অব ফেস্টিভিটিজ’-এর ঘোষণা দিয়েছে। এ অফারের আওতায় গ্রাহকরা ৩০টির বেশি বাংলালিংক পার্টনার আউটলেটে বিভিন্ন সেবার ওপর ৩৭ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং গতকাল বাংলালিংকের প্রধান কার্যালয়ে এ অফারের ঘোষণা দেন। অফারটির আওতায় প্রিয়জন গ্রাহকরা নির্দিষ্ট আউটলেটে ওয়েডিং ভেনু বুকিং, গ্রুমিং অ্যান্ড মেক ওভার সার্ভিস, ওয়েডিং ফটোগ্রাফি, ইলেকট্রনিকস দ্রব্য, অলঙ্কার ও ট্রাভেল সার্ভিসের ওপর ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ অফার পেতে প্রিয়জন গ্রাহকদের পার্টনার কোড লিখে ২০১০ নম্বর পাঠাতে হবে।
রিতেশ কুমার সিং বলেন, গ্রাহকদের উন্নত মানের ডিজিটাল সেবা দেয়ার পাশাপাশি আমরা বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তাদের বিভিন্ন বাড়তি সুবিধা প্রদান করার চেষ্টা করছি। বেশকিছু প্রয়োজনীয় সেবার ওপর প্রিয়জন গ্রাহকদের বিশেষ ডিসকাউন্টের সুবিধা দেয়ার এ শীতকালীন বিশেষ অফার চালু করেছি। আমি আশা করি, এ অফার গ্রাহকদের কাজে লাগবে।
পাঠকের মতামত