বৃহস্পতিবার | ডিসেম্বর ০৬, ২০১৮ | ৬ ফাল্গুন ১৪২৫
  • আজকের পত্রিকা▾
    • প্রথম পাতা
    • খবর
    • টেলিকম ও প্রযুক্তি
    • সম্পাদকীয়
    • আন্তর্জাতিক ব্যবসা
    • আন্তর্জাতিক খবর
    • পণ্যবাজার
    • লাইফস্টাইল
    • টকিজ
    • শিল্প-বাণিজ্য ও ব্যাংক
    • শেয়ারবাজার
    • খেলাধুলা
    • দেশের বার্তা
    • শেষ পাতা
  • খবর▾
    • জাতীয়
    • দেশের খবর
    • বিশেষ খবর
    • চট্টগ্রাম বার্তা
    • ফিচার
    • শিক্ষা বার্তা
    • প্রবাসের বার্তা
  • আন্তর্জাতিক▾
    • আন্তর্জাতিক খবর
    • আন্তর্জাতিক ব্যবসা
  • অর্থনীতি▾
    • শিল্প-বাণিজ্য
    • পণ্যবাজার
    • শেয়ারবাজার
  • টেলিকম ও প্রযুক্তি
  • খেলা
  • টকিজ
  • লাইফস্টাইল▾
    • উড়ুক্কু
    • স্বাস্থ্যযত্ন
    • সর্বজয়া
    • সবুজ
    • আপন অঙ্গন
    • ঈপ্সনীয়
    • ভ্রমণ
  • সম্পাদকীয়
  • ম্যাগাজিন▾
    • সংকেত
    • রঙঢঙ
    • সিল্করুট
    • বদ্বীপ
    • বিশেষ সংখ্যা
  • স্থিরচিত্র
  • সবাক চিত্র
  • ই-পেপার
  • আজকের পত্রিকা
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • টেলিকম ও প্রযুক্তি
  • আন্তর্জাতিক ব্যবসা
  • শেয়ারবাজার
  • পণ্যবাজার
  • খেলা
  • টকিজ
  • শিল্প-বাণিজ্য ও ব্যাংক
  • আন্তর্জাতিক খবর
    • দেশের খবর
      • খবর
      • সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • বিশেষ সংখ্যা
      • ম্যাগাজিন
        • বদ্বীপ
        • সংকেত
        • রঙঢঙ
        • সিল্করুট
      মেনু

      প্রথম পাতা, সংসদ নির্বাচন

      ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির ওপর সিইসির অসন্তোষ

      নিজস্ব প্রতিবেদক | ০১:১৬:০০ মিনিট, ডিসেম্বর ০৬, ২০১৮

      Shares

      একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) গঠিত ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির ওপর অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির বিচারকদের ব্রিফিংকালে এ অসন্তোষের কথা জানান তিনি। এ সময় মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার হবে বলেও জানান সিইসি।

      সিইসি বলেন, ২৫ নভেম্বর এ কমিটি গঠন করার পর প্রত্যেক কমিটির একটি করে অন্তত ১২২টি অভিযোগ তদন্ত করার কথা ছিল। তা না হলে অন্তত ১০০টি, ১০০টিও বাদ দিলাম, অন্তত ২২টি তদন্ত করার প্রত্যাশা ছিল, কিন্তু হয়নি। কারণ এখন পর্যন্ত আপনারা প্রস্তুতি নিয়ে গুছিয়ে উঠতে পারেননি। এখান থেকে আপনাদের করণীয় ও দায়িত্ব কী এবং কীভাবে এ কমিটি পরিচালিত হবে জেনে-শুনে, ফিরে গিয়ে তদন্ত করবেন। মানুষের অভিযোগগুলো শুনবেন, আমলে নেবেন এবং তাদের রিলিফ দেবেন। যাতে তারা এলাকা থেকে ঢাকা পর্যন্ত না আসেন।

      ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্য ২৪৪ জন যুগ্ম জেলা জজ ও দায়রা জজ এবং সহকারী জজ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

      নির্বাচনসংক্রান্ত মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দিলে সংশ্লিষ্ট ব্যক্তির বিচার হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, যিনি আপনাদের কথা শুনবেন না, পেনাল কোডের ১৯৩ ধারা মতে তাদের সাত বছরের জেল হবে। যদি মিথ্যা তথ্য দেয় এবং আপনাদের আদেশ না মানে, তাহলে পেনাল কোডের ২২৮ ধারা অনুসারে তাদের বিচার হবে। তার মানে হলো কোড অব সিভিল প্রসিডিউর ১৯০৮-এর সম্পূর্ণ শক্তি নিয়ে আপনারা মাঠে অবস্থান করবেন।

      কেএম নুরুল হুদা বলেন, আপনাদের ভিজিবল (দৃশ্যমান) হতে হবে। তার মানে আপনারা এখন পর্যন্ত কিন্তু ভিজিবল হননি। ভিজিবল যখন হবেন, আপনাদের কাজের মাধ্যমে মানুষ যখন আস্থা রাখবে, আপনাদের যখন চিনবে, তখন থেকে আপনাদের উপরে দায়িত্ব আসবে। তখন আর নির্বাচন কমিশনে শত শত অভিযোগ আসবে না। আমরা প্রত্যেকদিন শত শত অভিযোগ পাই। কিন্তু অভিযোগগুলো আমাদের কাছে আসার কথা না। কারণ আপনারা সেখানে (মাঠ পর্যায়ে) রয়েছেন। আমরা কী করব? অভিযোগগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেব। প্রজাতন্ত্রের যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাদের প্রত্যেকের উপরে কোনো না কোনোভাবে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব অর্পিত হয়েছে। এটা ২০০৮ সাল থেকে শুরু হয়েছে।

      কমিটির সদস্যদের প্রো-অ্যাকটিভ ও ভাইব্রেন্ট হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে প্রো-অ্যাকটিভ হতে হবে, ভাইব্রেন্ট হতে হবে এবং আপনাদের জানাতে হবে, তাদের সাহায্য-সহযোগিতা করার জন্য আপনারা আছেন। ৩০০টি আসনের মধ্যে ১২২টি জায়গায় আপনারা তাদের কাছাকাছি আছেন। তারা যেন সমস্যার সমাধান পায়, এটা আপনাদের দেখতে হবে।

      ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির বিচারকদের সম্পূর্ণ শক্তি নিয়োগের নির্দেশ দিয়ে সিইসি বলেন, বিচারকদের সমন্বয়ে প্রতি জেলায় নির্বাচন কমিশন নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে। তাদের নির্বাচন আচরণবিধি প্রতিপালনসহ অপরাধ আমলে নিয়ে বিচারকাজ করার দায়িত্ব দেয়া হয়েছে। সে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে হবে। প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে। এজন্য বিচারকদের আরো সক্রিয় হতে হবে।

      অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

      পাঠকের মতামত

      সংশ্লিষ্ট খবর

      • ঘন ঘন ঋণের সুদহার পরিবর্তন : ব্যাংকের ওপর চটেছেন ব্যবসায়ীরা
      • সংসদে অর্থমন্ত্রী : সব ব্যাংকের ঋণের সুদহার এক অংকে নামবে শিগগিরই
      • আবুধাবিতে প্রধানমন্ত্রী : বাংলাদেশ-আরব আমিরাত চার সমঝোতা স্মারক সই
      • সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিটির নেতৃত্বে শাজাহান খান
      • সংশোধিত এডিপির আকার আরো বড় হচ্ছে
      • জেআরপি ২০১৯ : ভাসানচরকে অন্তর্ভুক্ত করেনি জাতিসংঘ

      সর্বাধিক পঠিত

      • সিটি ব্যাংকের ব্যবস্থাপনায় আকস্মিক পরিবর্তন
      • অর্থনীতিতে টেক অফ হয়ে গেছে, এখন উড়ব
      • এক ব্যাংকের পর্ষদ থেকেই দুই মন্ত্রী
      • অ্যাসিডিটির ওষুধই সর্বাধিক বিক্রীত
      • ঢাকাতেই ৫ বাড়ি ডিপিডিসির নির্বাহী পরিচালকের 
      • ঋণের সুদহার বাড়াতে চায় ব্যাংকগুলো
      • কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে অর্থ ও পুঁজিবাজার
      • চারবার নকশা বদল, তবু চূড়ান্ত হয়নি গতিপথ
      • ভারতের পথে হাঁটবে কি বাংলাদেশ?
      • ফেসবুকের আবেদন নাকচ বিটিআরসির
      • সর্বশেষ
      • নির্বাচিত
      • সংসদে অর্থমন্ত্রী : সব ব্যাংকের ঋণের সুদহার এক অংকে নামবে শিগগিরই
      • ঘন ঘন ঋণের সুদহার পরিবর্তন : ব্যাংকের ওপর চটেছেন ব্যবসায়ীরা
      • আবুধাবিতে প্রধানমন্ত্রী : বাংলাদেশ-আরব আমিরাত চার সমঝোতা স্মারক সই
      • সড়কে শৃঙ্খলা ফেরাতে কমিটির নেতৃত্বে শাজাহান খান
      • কৃষিপণ্যের সঠিক মূল্য দিতে পারে প্রক্রিয়াশিল্পের বিকাশ: কৃষিমন্ত্রী
      • সংসদে শিক্ষামন্ত্রী : ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে
      • অনুমোদন পেল আরো তিন ব্যাংক
      • চট্টগ্রামের চাক্তাইয়ে বস্তিতে আগুন, নিহত ৯
      • সরু রাস্তা বড় না করেই পুরান ঢাকায় ৩ বাণিজ্যিক ভবন নির্মাণ করছে ডিএসসিসি
      • জেআরপি ২০১৯ : ভাসানচরকে অন্তর্ভুক্ত করেনি জাতিসংঘ
      • টেকনাফে ১০২ ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ
      • কিডনি বিকল হয়ে বছরে মারা যায় ৪০ হাজার
      • লাউয়াছড়া জাতীয় উদ্যান : আটকে আছে সড়ক ও রেলপথ সরানোর উদ্যোগ, মরছে বন্যপ্রাণী
      • জামায়াতের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা : দল থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার রাজ্জাক
      • অনন্তলোকে সোনালী কাবিনের আল মাহমুদ
      • ১০ কিমির মধ্যে নেই বিদ্যালয় : বিচ্ছিন্ন চরের ১৬ গ্রামের শিক্ষার্থীদের ভোগান্তি
    • আরো খবর
    • সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

      বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

      পিএবিএক্স: ৮১৮৯৬২২-২৩, ই-মেইল: [email protected] | বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ ফ্যাক্স: ৮১৮৯৬১৯

      GO TOP