শেয়ারবাজার
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লভ্যাংশ নির্ধারণী সভা ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। একই দিন চলতি হিসাব বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনও পর্যালোচনা করবে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় জীবন বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। ২০১৫ সালের জন্য দেয় ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৪ সালে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় এ কোম্পানি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৭ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০১৭) কোম্পানিটির জীবন বীমা তহবিল ৩২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৭৬২ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা, যা এর আগের বছর একই সময়ে ৩১ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৭২৬ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকায়।
ডিএসইতে গতকাল প্রাইম লাইফ শেয়ারের সর্বশেষ দর ৬ দশমিক ৬৫ শতাংশ বা ৩ টাকা বেড়ে দাঁড়ায় ৪৮ টাকা ১০ পয়সায়।
পাঠকের মতামত