আপন অঙ্গন

আমেরিকান চিত্রশিল্পী এডওয়ার্ড হপারের আঁকা একটি ছবি ছিল তার সংগ্রহে। ছবিটি নিতান্তই সাধারণ একটি ছবি বললে ভুল হবে না। একটি চাইনিজ রেস্তোরাঁয় দুজন নারী মুখোমুখি বসে কথোপকথনে ব্যস্ত। ঠিক এমনই একটি তৈলচিত্র স্থান করে নিয়েছিল নিলামে
এ বছরের এপ্রিলে আমেরিকান উদ্যোক্তা বার্নে এবসওর্থ মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যুর পর ভাগ্য যেন সুপ্রসন্ন হয়েছে অনেকটা। শুনতে খানিকটা অদ্ভুত মনে হলেও তার পরিবারের জন্য ভাগ্য দেবতা যেন দুয়ারে এসেই দাঁড়িয়েছেন। একটু খুলে বলি এবার— উদ্যোক্তা বার্নে এবসওর্থ বেশ বড় মাপের সংগ্রাহকও ছিলেন। নিজের সংগ্রহে ছিল অগণিত চিত্রকর্ম। সম্প্রতি তার সংগ্রহে থাকা একটি পেইন্টিং উঠেছে নিলামে।
আমেরিকান চিত্রশিল্পী এডওয়ার্ড হপারের আঁকা একটি ছবি ছিল তার সংগ্রহে। ছবিটি নিতান্তই সাধারণ একটি ছবি বললে ভুল হবে না। একটি চাইনিজ রেস্তোরাঁয় দুজন নারী মুখোমুখি বসে কথোপকথনে ব্যস্ত। ঠিক এমনই একটি তৈলচিত্র স্থান করে নিয়েছিল বার্নের সংগ্রহে।
চপ সুয়েপ নামে খুব সাধারণ ছবিটিই নাকি হাঁকিয়ে নিচ্ছে ৯২ মিলিয়ন ডলার। ক্রিস্টিজ নিলামঘরে এবসওর্থের সংগ্রহে থাকা ৯১টি আর্টওয়ার্ক নিয়ে জমে উঠেছে ‘এবসওর্থ কালেকশন’। যেখানে স্থান পেয়েছে ১৯২১ সালে আঁকা ছবিটিও। পুরো সংগ্রহের জন্য দাম হাঁকা হচ্ছে ২৫৮ দশমিক ৩ মিলিয়ন ডলার। সংগ্রহে থাকা সব আর্টপিসের মধ্যে সবচেয়ে বেশি দাম হাঁকছে হপারের আঁকা ছবিটি। অন্যদিকে ছবিটিকে বলা হচ্ছে, এ-যাবত্কালে হপারের বিক্রি হওয়া সবচেয়ে দামি ছবি।
সূত্র: অকশন ডটকম
পাঠকের মতামত