আন্তর্জাতিক ব্যবসা

অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) একটি মুদ্রা বিনিময় চুক্তিতে পৌঁছেছে। মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
ভারত সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, এ চুক্তির আওতায় লেনদেনের ক্ষেত্রে ডলারের মতো তৃতীয় কোনো মুদ্রা ব্যবহার না করে উভয় দেশ নিজেদের মুদ্রা ব্যবহার করতে পারবে। উভয় দেশ ৩ হাজার ৫০০ কোটি রুপি বা ১৮০ কোটি আরব আমিরাত দিরহাম (এইডি) লেনদেন করতে পারবে, ডলারের হিসেবে যার পরিমাণ ৪৯ হাজার ৬০ কোটি ডলার।
দূতাবাস সূত্রে বলা হয়, ‘দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে মার্কিন ডলারের মতো সবল মুদ্রাগুলোর ওপর নির্ভরশীলতা কমাতে চাচ্ছে ভারত ও ইউএই। এছাড়া তৃতীয় মুদ্রার ওপর নির্ভরশীলতার কারণে নিজ নিজ মুদ্রার বিনিময় হারে যে অস্থিতিশীলতা দেখা দেয়, চুক্তির ফলে তা কমবে বলে আশা করছে দেশ দুটি।
বিবৃতিতে আরো বলা হয়, বিনিময় হারের ঝুঁকি থেকে চালান ব্যয় কমানোর আশা করা হচ্ছে।
আবুধাবিতে অনুষ্ঠিত ইউএই-ভারত যৌথ কমিশন বৈঠকের (জেসিএম) দ্বাদশ পর্বে উভয় দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ইউএইর কেন্দ্রীয় ব্যাংক ও ভারতের কেন্দ্রীয় ব্যাংক নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে।
২০১৭ সালে ইউএই ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল ৫ হাজার ২০০ কোটি ডলার। এর মধ্যে তেলবহির্ভূত অর্থনীতি ছিল ৩ হাজার ৪০০ কোটি ডলারের।
পাঠকের মতামত