আন্তর্জাতিক ব্যবসা

রফতানি ও ব্যক্তিগত ভোগ বৃদ্ধি পেলেও করপোরেট বিনিয়োগ হ্রাস পাওয়ার কারণে টানা দুই প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধি ছিল ১ শতাংশের নিচে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত তৃতীয় প্রান্তিকের উপাত্তে এমনটা উঠে এসেছে। খবর সিনহুয়া।
ব্যাংক অব কোরিয়ার উপাত্তে দেখা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার মোট জিডিপি ছিল ৪০০ দশমিক ২০ ট্রিলিয়ন ওন বা ৩৬ হাজার ৮০ কোটি ডলার, পূর্ববর্তী প্রান্তিকের চেয়ে যা ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ বেশি। প্রথম প্রান্তিকে ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পর টানা দুই প্রান্তিকের প্রবৃদ্ধি ছিল এর চেয়ে কম।
আবাসন খাতে ফটকা বিনিয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার কর্তৃক বেশকিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের কারণে নির্মাণ খাতে করপোরেট বিনিয়োগ হ্রাস পেয়েছে। নির্মাণ খাতে পূর্বের প্রান্তিক থেকে তৃতীয় প্রান্তিকে বিনিয়োগ হ্রাস পেয়েছে ৬ দশমিক ৭০ শতাংশ। যন্ত্রাংশের চাহিদা শিথিল হওয়ায় এ খাতে বিনিয়োগ হ্রাস পেয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ এবং ফ্যাসিলিটি বিনিয়োগ সংকুচিত হয়েছে ৪ দশমিক ৪০ শতাংশ।
পোশাকের মতো আধা টেকসই পণ্য ও অন্যান্য অটেকসই পণ্যের ব্যক্তিগত ভোগ বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ। জনস্বাস্থ্য বীমা সুবিধার কারণে সেপ্টেম্বর প্রান্তিকে আর্থিক ব্যয় বেড়েছে ১ দশমিক ৫০ শতাংশ।
তৃতীয় প্রান্তিকটিতে এ রফতানি-নির্ভর দেশটির রফতানি বেড়েছে ৩ দশমিক ৯০ শতাংশ কিন্তু আমদানি হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭০ শতাংশ।
পাঠকের মতামত