পণ্যবাজার

দস্তা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ধাতু। গ্যালভানাইজিং, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যারের মতো শিল্প এবং সংকর ধাতু তৈরিতে পণ্যটি বহুল ব্যবহূত হয়। অন্যান্য ধাতব মৌলের মতো এ পণ্যটিও মূলত খনি থেকে আহরণ হয়। সম্প্রতি মাইনিং টেকনোলজিস ২০১৭ সালে উত্তোলনের দিক থেকে শীর্ষ পাঁচ দস্তা খনির তালিকা প্রকাশ করেছে। এ পাঁচ খনি মিলে ২০১৭ সালে ১ হাজার ৬৭৩ কিলো টন দস্তা উৎপাদন করেছে, যা পণ্যটির বৈশ্বিক উৎপাদনের ৪০ শতাংশ। নিম্নে তা তুলে ধরা হলো—
রেড ডগ: গত বছর দস্তা উত্তোলনের দিক দিয়ে বিশ্বে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত রেড ডগ খনি। এ খনি থেকে ২০১৭ সালে ৫৪২ কিলো টন দস্তা উৎপাদন হয়েছে। ২০১৬ সালেও খনিটি দস্তা উৎপাদনে শীর্ষে ছিল। টেক রিসোর্সেস নামের একটি প্রতিষ্ঠান এ খনিটি পরিচালনা করে।
রামপুরা অগোচা: ভারতের রাজস্থানে অবস্থিত রামপুরা অগোচা খনি থেকে গত বছর ৪৩৮ কিলো টন দস্তা উৎপাদন হয়েছে। পণ্যটি উৎপাদনের তালিকায় এ খনিটি দ্বিতীয় অবস্থানে আছে। ২০১৬ সালে খনিটি থেকে ৪৮৩ টন দস্তা উৎপাদন হয়। ওই বছরেও খনিটি দস্তা উৎপাদনে দ্বিতীয় অবস্থানে ছিল। এ খনিটি পরিচালনা করে বেদান্ত রিসোর্সেস।
অ্যান্টামিনা: গত বছর পেরুর অ্যান্টামিনা খনি থেকে ৩২০ কিলো টন দস্তা উৎপাদন হয়েছে। এর মাধ্যমে পণ্যটি উৎপাদনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে খনিটি। ২০১৬ সালে খনিটি থেকে ১৬৬ টন দস্তা উৎপাদন হয়েছিল। ওই সময়ে পণ্যটি উৎপাদনে খনিটির অবস্থান ছিল চতুর্থ। বিএইচপি বিলিটন, গ্লেনকোর ও টেকের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম এ খনিটি পরিচালনা করে।
ম্যাক আর্থুর রিভার: ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ডারউইনে অবস্থিত ম্যাক আর্থুর রিভার খনি থেকে ২১০ কিলো টন দস্তা উৎপাদন হয়েছে। এর ফলে পণ্যটি উৎপাদনের তালিকায় খনিটি চতুর্থ অবস্থানে নেমে এসেছে। ২০১৬ সালে এ তালিকায় খনিটি তৃতীয় অবস্থানে ছিল। ওই বছর খনিটি থেকে ২০০ টন দস্তা উৎপাদন হয়েছিল। এ খনিটি পরিচালনা করে গ্লেনকোর।
পেনাসকুইটো: মেক্সিকো সিটির উত্তর-পশ্চিমে অবস্থিত পেনাসকুইটো খনি থেকে গত বছর ১৬৩ কিলো টন দস্তা উৎপাদন হয়েছে। পণ্যটি উৎপাদনের তালিকায় খনিটির অবস্থান পঞ্চম। ২০১৬ সালে খনিটি একই অবস্থানে ছিল। ওই বছর খনিটি থেকে ১১৯ কিলো টন দস্তা উৎপাদন হয়েছিল। এ খনিটি পরিচালনা করে গোল্ডকরপ।
পাঠকের মতামত