দেশের খবর, নোয়াখালী
নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে প্রাণহানিসহ অন্যান্য ক্ষয়ক্ষতি কমাতে ও ঝুঁকি এড়ানোর বিষয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি ও জার্মান রেড ক্রসের যৌথ উদ্যোগে সচেতনতামূলক মহড়া (সিমুলেশন) অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ জন স্থানীয় জনসাধারণ, ২৫ জন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ও ১৭ জন সিপিপি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
মহড়ায় কীভাবে ঘূর্ণিঝড়ের সময় সংকেতানুসারে স্বেচ্ছাসেবকরা কাজ করবে, কীভাবে উপকূলীয় মানুষকে আশ্রয়কেন্দ্রে নিরাপদে আনা যাবে, জরুরি কী কী শুকনো খাবার, নিরাপদ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা যাবে এসব বিষয় তুলে ধরা হয়।
মহড়ার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের প্রতিনিধি তৌহিদুল ইসলাম দিপু। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক, রেড ক্রিসেন্টের জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি প্রকল্পের সমন্বয়কারী শাহজান সাজু, জার্মান এফবিএফ প্রকল্পের ডেলিগেট র্যামন, প্রকল্প কর্মকর্তা দুলাল উদ্দিন, নোয়াখালী ইউনিটের ইউনিট কর্মকর্তা সৈয়দ আফরিদুল ইসলাম, নোয়াখালী জেলা যুব প্রধান আজিজুল হক পিলক প্রমুখ।
পাঠকের মতামত