খেলা

ইতালির দুঃসময় যেন শেষই হচ্ছে না। আগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে শেষ দিকে গোল করে হার এড়ালেও এবার পর্তুগালের কাছে হেরেই গেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। উয়েফা নেশনস লিগের এ ম্যাচে আন্দ্রে সিলভার একমাত্র গোলটিই জয় এনে দিয়েছে পর্তুগিজদের।
লিসবনে এ ম্যাচে নিজের অনুরোধেই দলের বাইরে রাখা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে দলের সেরা তারকাকে ছাড়াই শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। গোটা ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখে ৬টি অনটার্গেট শট নেয় পর্তুগাল, বিপরীতে ৪৫ শতাংশ বল দখলে রাখা ইতালি লক্ষ্যে শট নেয় ২টি। ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে স্কোয়াড সাজান ইতালি কোচ মানচিনি। আগের ম্যাচে বাজে পারফরম্যান্স করে সমালোচিত মারিও বালোতেল্লির জায়গায় দলে আসেন চিরো ইম্মোবিলে। এ ম্যাচ দিয়েই অভিষেক হয় স্পালের রাইট-ব্যাট ম্যানুয়েল লাজারির। কিন্তু তাতেও ম্যাচের গতিতে খুব বেশি জোর আনতে পারেনি ইতালি। উল্টো ১৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়তে পারত তারা। তবে সে যাত্রায় বেঁচে যায় মানচিনির দল। এরপর গোল মিস করেন ফেদেরিকো চিয়েসা ও বের্নার্দো সিলভাও। ২৭ মিনিটে গোললাইন থেকে বল ক্লিয়ার করে পর্তুগালকে নিরাশ করেন অ্যালেসিও রোমানগোলি। পর্তুগিজ আক্রমণে কোণঠাসা ইতালি বিরতি পর্যন্ত কোনোভাবে কাটিয়ে দেয়।
কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিক সমর্থকদের খুব বেশি অপেক্ষায় রাখেননি এসি মিলান তারকা আন্দ্রে সিলভা। ৪৮ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর ব্রুমার কাছ থেকে বল পেয়ে বাঁ-পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন এ স্ট্রাইকার। ৫৩ মিনিটে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার বের্নার্দো সিলভার বুলেট গতির শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন ইতালি গোলরক্ষক ডোন্নারুমা। ৬৮ মিনিটে আবারো ইতালির ত্রাতা ডোন্নারুমা। এবারো ঝাঁপিয়ে পড়ে দলকে রক্ষা করেন তিনি। এ সময় ইতালি ডিফেন্সের আশপাশে হুমকি তৈরি করে রাখে পর্তুগিজরা। ৭৮ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করে ইতালি। কর্নার থেকে উড়ে আসা বলে ঠিকই হেড দিয়েছিলেন জাজা। কিন্তু সেটি চলে যায় বারের ওপর দিয়ে। ৮৫ মিনিটে রেনাতো সানচেসের শট ঠেকিয়ে আরো একবার দৃঢ়তার পরিচয় দেন ডোন্নারুমা। শেষ পর্যন্ত হার এড়াতে না পারলেও ডোন্নারুমার পারফরম্যান্সে খুশি হতে পারেন মানচিনি। তিনি অতিমানবীয় কিছু সেভ না করলে এদিন আরো বড় হার নিয়ে মাঠ ছাড়তে হতো ইতালিকে। এএফপি
পাঠকের মতামত