আন্তর্জাতিক খবর

দক্ষিণ আফ্রিকায় খুনের হার আবারো বৃদ্ধি পেয়েছে। গতকাল প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর দেশটিতে ২০ হাজারের বেশি খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ দিনে প্রায় ৫৭টি খুন সংঘটিত হয়েছে দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ সংগ্রাম করতে হচ্ছে বলে পুলিশ স্বীকার করে নিয়েছে। খবর এএফপি।
পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটিতে মোট ২০ হাজার ৩৩৬ জন খুনের শিকার হয়েছেন। যা বছরওয়ারি ৬ দশমিক ৯ শতাংশ বেশি। পূর্ববর্তী বছরে এ সংখ্যা ছিল ১৯ হাজার ১৬ জন। দক্ষিণ আফ্রিকায় ২৪ বছর আগে বর্ণবৈষম্য উঠে যাওয়ার পর সবেচেয়ে বেশি মাথাপিছু খুনের হার এটি।
দেশটির পুলিশমন্ত্রী ভেকি হ্যামিল্টন সিলে সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকায় দৈনিক ৫৭ জন খুন হচ্ছেন। দেশে এ মুহূর্তে শান্তি বিরাজ করছে, নেই কোনো যুদ্ধ। তার পরও দক্ষিণ আফ্রিকা যুদ্ধাঞ্চলে পরিণত হওয়ার প্রান্তে দাঁড়িয়ে আছে। সিলে বলেন, খুনের পরিসংখ্যানই আমার সবচেয়ে বেশি ভয়ের কারণ। প্রতিদিনই কেউ না কেউ ছিনতাই, ডাকাতি ও খুনের শিকার হবে, দক্ষিণ আফ্রিকাবাসীর এটাকে স্বাভাবিক হিসেবে মেনে নেয়া উচিত নয়। আমাদের নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে এবং ভালোর জন্য পরিস্থিতির পরিবর্তন করতে হবে পার্লামেন্টে পুলিশ তত্ত্বাবধান কমিটির প্রধান ফ্রাঙ্কোজ বিউকম্যান এ সংখ্যাকে বিপজ্জনক এবং সম্পূর্ণ অগ্রহণীয় বলে উল্লেখ করেছেন। পার্লামেন্টে পরিসংখ্যান উত্থাপনের সময় অপরাধ তদন্ত ও পরিসংখ্যান বিভাগের পুলিশ কর্মকর্তা নর্ম্যান শেখুখুনে জানান, গত ছয় বছরে অব্যাহতভাবে খুনের হার বৃদ্ধি পেয়েছে।
অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রায়ই সমালোচনার শিকার হতে হয় দক্ষিণ আফ্রিকান পুলিশকে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত আরো ৬২ হাজার পুলিশ সদস্য দরকার বলে জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান।
পাঠকের মতামত