শিল্প বাণিজ্য
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে এফবিসিসিআইয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে এফবিসিসিআইয়ের পরিচালকরা এ আলোচনায় অংশ নেন।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাকক্ষে গতকাল বিকেলে হিলি স্থলবন্দর উন্নয়ন সমন্বয় পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হিলি স্থলবন্দর উন্নয়ন সমন্বয় পরিষদের সভাপতি শেখ আ. সাফির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন। বক্তব্য রাখেন হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটনসহ বন্দর-সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অন্যরা। এ সময় সেখানে এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রঞ্জু, খাইরুল হুদা চপল, আনোয়ার সাহাদত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত