টেলিকম ও প্রযুক্তি

চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে টেকনোলজিস আগামী বছর পি৩০ সিরিজ স্মার্টফোন উন্মোচন করবে। সম্প্রতি হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্ড ইউ এক সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন। তবে ওই বছরের কোন সময়ে এ ডিভাইসটি উন্মোচন করা হবে, তা নির্দিষ্ট করে জানাননি তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
হুয়াওয়ে পি২০ ও পি২০ প্রো স্মার্টফোন বৈশ্বিক বাজারে বেশ সাড়া ফেলেছে। গত মার্চে উন্মোচনের পর এরই মধ্যে এ দুটি স্মার্টফোনের বিক্রি এক কোটি ইউনিট ছাড়িয়েছে।
হুয়াওয়ে জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর লন্ডনে তারা মেট ২০ এবং মেট ২০ প্রো নামে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করবে। এ ডিভাইস দুটিতে কিরিন ৯৮০ প্রসেসর ব্যবহার করা হবে। প্রসঙ্গত, কিরিন ৯৮০ হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর।
রিচার্ড ইউ জানান, আগামী বছর উন্মোচিত হতে যাওয়া পি৩০ সিরিজ স্মার্টফোনেও কিরিন ৯৮০ প্রসেসর ব্যবহার করা হবে।
হুয়াওয়ে এখন বৈশ্বিক স্মার্টফোন বাজারে দ্বিতীয় বৃহৎ ডিভাইস সরবরাহকারী। আগামী কয়েক প্রান্তিকের মধ্যে প্রতিষ্ঠানটি বৈশ্বিক বাজারে স্মার্টফোন সরবরাহে শীর্ষস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকসকে টপকানোর প্রত্যাশা করছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি উন্নত সংস্করণের নতুন ডিভাইস উন্মোচনে গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি পি৩০ সিরিজ আনতে যাচ্ছে।
পাঠকের মতামত