শেষ পাতা, খবর

বড় রাজনৈতিক ঐক্য গড়তে বিএনপি ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, আমাদের সবসময় মনে রাখতে হবে, বৃহত্তর ঐক্য কখনই হবে না, যদি না আমরা কিছু না কিছু ত্যাগ স্বীকার করি। ওইসব ছাড় দিয়ে আমাদের একটা না একটা জায়গায় আসতে হবে। সে চেষ্টাই আমরা করছি। গোটা দেশ এটাই চায়।
খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে যে নির্দেশনা দিয়ে গেছেন, তা অনুসরণ করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আলোচনা চলছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তার নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অন্যান্য সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, এটাতে আমরা সফল হব। আমরা বিশ্বাস করি, দ্রুত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে।
খালেদা জিয়ার বিচারে কারাগারে আদালত বসানোর তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ছোট একটা ঘরের মধ্যে ক্যামেরা ট্রায়াল করা হচ্ছে, যেখানে ট্রায়াল হচ্ছে তাকে বাংলায় বলা যায় গুহা।
সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাজানো মামলায় তাদের আটক করা হচ্ছে। যে মামলা হচ্ছে, সেগুলোর একই রকম কথা। মনে হয় যেন ফরম্যাট তৈরি করে দিয়েছে, সেই ফরম্যাটে এফআইআরগুলো তৈরি করা হয়েছে।
দেশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এখান থেকে আমাদেরই বেরিয়ে আসতে হবে। কেউ আমাদের সাহায্য করবে না। আমাদেরই নিজেদের শক্তিতে বেরিয়ে আসতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের পরাজিত করতে হবে।
এ সরকার টিকতে পারে না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা জনগণ থেকে অনেক দূরে চলে গেছে এবং জনগণের মধ্যে তাদের কোনো অবস্থান নেই। আমি আপনাদের জোরের সঙ্গে বলতে পারি, এদের পতন আসন্ন বলেই আজকে এরা পাগল হয়ে গেছে। রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে।
পাঠকের মতামত