খেলা

দলে সুযোগ না পাওয়ায় দর্শক হিসেবেই সতীর্থদের বিশ্বকাপ বীরত্ব দেখতে হয়েছে করিম বেনজেমাকে। রিয়াল মাদ্রিদের ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের হৃদয়ে এ নিয়ে হয়তো আক্ষেপের ঝড় বইছে। তা আড়াল করেই সতীর্থদের বীরত্বের প্রশংসা করতে ভোলেননি এ স্ট্রাইকার।
ম্যাচ হওয়ার সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রামে বেনজেমা লিখেছেন, ‘অভিনন্দন বন্ধুরা। এটা দুর্দান্ত অর্জন। বিশ্বকাপ চ্যাম্পিয়ন!’ দিদিয়ের দেশমের তরকাসমৃদ্ধ দলে এ স্ট্রাইকারের সুযোগ না পাওয়ার কারণ হিসেবে অনেকেই বলছেন, সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার সঙ্গে প্রতারণার ঘটনাকে। আদৌ কি তাই? যে দলে ওসমান দেম্বেলের মতো ফরোয়ার্ডের খেলার সুযোগ হয় না, সেখানে করিম বেনজেমার স্কোয়াডে আসার কোনো সুযোগ কি ছিল?
পাঠকের মতামত