টেলিকম ও প্রযুক্তি
0 Shares

চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে ফোল্ডেবল বা ভাঁজ করা যায়, এমন ডিসপ্লের স্মার্টফোন আনতে উদ্যোগ নিয়েছে। চলতি বছরের নভেম্বরে ডিভাইসটি উন্মোচন করা হতে পারে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
ফোল্ডেবল স্মার্টফোনের যন্ত্রাংশ প্রস্তুতকারী কয়েকটি কোম্পানির সঙ্গে সম্প্রতি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) সই করেছে হুয়াওয়ে। নতুন ডিভাইসটিতে এলইডি প্যানেল ব্যবহারের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার এলজি ইলেকট্রনিকসের সঙ্গেও চুক্তিতে পৌঁছেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি প্যারিসে সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস পি২০ এবং পি২০ প্রো উন্মোচন করেছে হুয়াওয়ে। ডিভাইস দুটি প্রতিষ্ঠানটির হ্যান্ডসেট ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
হুয়াওয়ে ছাড়াও আরো কয়েকটি স্মার্টফোন নির্মাতা ফোল্ডেবল স্মার্টফোন আনতে কাজ করছে। এ তালিকায় রয়েছে— স্মার্টফোন বিক্রিতে শীর্ষে থাকা অ্যাপল ও স্যামসাং। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে ফোল্ডেবল আইফোন আনতে গোপনে কাজ করছে অ্যাপল। অন্যদিকে স্যামসাং শিগগিরই ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক বছর ফোল্ডেবল হ্যান্ডসেট নিয়ে বিশ্বের শীর্ষ তিন স্মার্টফোন নির্মাতা কোম্পানির মধ্যে প্রতিযোগিতা হবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, হুয়াওয়ে ২০১৭ সালে ১৫ কোটি ৩০ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে। গত বছর ৩১ দশমিক ৯ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে প্রতিষ্ঠানটির রাজস্ব পৌঁছেছে ৩ হাজার ৬৪০ কোটি ডলারে।
পাঠকের মতামত