আন্তর্জাতিক ব্যবসা
50 Shares

ইন্দোনেশিয়া ও চীনের মধ্যে ২ হাজার ৩৩০ কোটি ডলারের পাঁচটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় শুক্রবার বেইজিংয়ে চুক্তি স্বাক্ষরকালে দুই দেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। খবর জাকার্তা পোস্ট।
চুক্তির মধ্যে রয়েছে— উত্তর কালিমানতানে ২০০ কোটি ডলার ব্যয়ে জলবিদ্যুেকন্দ্র নির্মাণ, ৭০ কোটি ডলার ব্যয়ে কয়লাকে ডাইমিথাইল-ইথারে রূপান্তর করার কারখানা নির্মাণ এবং কায়ান নদীতে ১ হাজার ৭৮০ কোটি ডলার ব্যয়ে যৌথ জলবিদ্যুেকন্দ্র নির্মাণ। এছাড়া ১৬০ কোটি ডলার ব্যয়ে বালিতে যৌথ বিদ্যুেকন্দ্র নির্মাণ এবং ১২০ কোটি ডলার ব্যয়ে একটি ইস্পাত গলানো কেন্দ্র নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে।
চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন চীনের বাণিজ্য উপমন্ত্রী গাও ইয়ান ও ইন্দোনেশিয়ার মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী লুহুত পান্দজাইতান।
লুহুত জানান, প্রায় ৫ হাজার ১৯০ কোটি ডলার বিনিয়োগ মূল্যে উত্তর সূমাত্রা, উত্তর কালিমানতান, উত্তর সুলাওয়েসি ও বালিতে অর্থনৈতিক করিডোর তৈরিতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে।
উত্তর কালিমানতান এলাকায় তানাহ কুনিং ম্যাংগুপাদি শিল্প পার্ক নির্মাণ ও বৈদ্যুতিক গাড়ি তৈরিতেও দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
পাঠকের মতামত