শেয়ারবাজার
0 Shares

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে মাইডাস ফিন্যান্সিং লিমিটেডের পরিচালনা পর্ষদ। গেল বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৯ টাকা ৬০ পয়সায়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৮ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয় নি মাইডাস ফিন্যান্সিং। সার্বজনীন হিসাব বছরের বাধ্যবাধকতায় সেবার ১৮ মাসে হিসাব বছর গণনা করেছে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি। ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৮ মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয় ২ টাকা ২২।
ডিএসইতে মাইডাস ফিন্যান্সিং শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৪ টাকা ৮০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৪৮ টাকা।
সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৫ দশমিক ৭৭, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৯ দশমিক ৪৪।
পাঠকের মতামত