শেয়ারবাজার
0 Shares

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনের শুরুতে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও সাড়ে ১২টার দিকে তা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসে। দিন শেষে উভয় পুঁজিবাজারের ব্রড ইনডেক্স বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৮ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৮০ দশমিক ৫৯ পয়েন্টে। তবে ২ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে ২ হাজার ৮২ দশমিক ২৭ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৬ শতাংশ কমে ১ হাজার ৩২২ দশমিক শূন্য ১ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১২ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৩৫টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৮৮ কোটি ২১ লাখ ২৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৫২ কোটি ৮ লাখ ১৫ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪১৪ দশমিক ৬৭ পয়েন্টে উন্নীত হয়। তবে ১০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৯৬ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৮ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৬১৪ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১৪টির ও অপরিবর্তিত ছিল ২৯টির বাজারদর।
পাঠকের মতামত