শেয়ারবাজার
0 Shares

শেয়ারহোল্ডারদের বিও হিসাবে বোনাস শেয়ার জমা করেছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১২ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। সর্বশেষ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৭০ পয়সা (বোনাস শেয়ার সমন্বয়ের পর)। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৪ টাকা ৭৭ পয়সায়।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৪ দশমিক ৫৮ শতাংশ। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪৮ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ৩২ পয়সায়।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৩ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। ২০১৪ সালের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। তখন ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা।
ডিএসইতে সর্বশেষ ২৬ টাকা ১০ পয়সায় রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এর দর ১১ টাকা ৭০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।
বোনাস শেয়ার সমন্বয়ের পর সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৫ দশমিক ৬৩, যা হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে ১১ দশমিক ৮৬।
পাঠকের মতামত