চট্টগ্রাম বার্তা, শেষ পাতা
12 Shares

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি এলাকা ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগে গত চারদিনে নয় শিশু মারা গেছে। এর মধ্যে গতকাল একদিনেই মারা যায় চারজন। সংক্রামক এ ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো অন্তত ৪০ জন। এ পরিস্থিতিতে উপজেলার সোনাইছড়ি ত্রিপুরাপাড়াসহ বিভিন্ন এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক।
চট্টগ্রামের ফৌজদারহাটের সংক্রামক ব্যাধি হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রামের ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিশুর মৃত্যু হলে বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরো শিশু আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে চিকিত্সকরা রক্তের নমুনা সংগ্রহ করে রোগের নাম জানার চেষ্টা করছেন।
আক্রান্ত শিশুদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে, তারা হলো— কানাই ত্রিপুরা, জাইয়্যা ত্রিপুরা, ফকতি ত্রিপুরা, রাইকচি ত্রিপুরা, পাখি ত্রিপুরা, কসমরাই ত্রিপুরা, রূপালী ত্রিপুরা, হূদয় ত্রিপুরা ও শিমুল ত্রিপুরা। তাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। মূলত পাহাড়ি এলাকার আদিবাসী ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত এ রোগটি ছড়িয়ে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও আক্রান্ত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আট-দশদিন ধরে এলাকার শিশুদের শরীরে গুটি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। দুর্গম এলাকা হওয়ার কারণে সেখানে কোনো চিকিৎসা সেবা অপ্রতুল। ফলে স্থানীয় হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ানো হয় আক্রান্ত শিশুদের। এরই মধ্যে গতকাল চার শিশুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে জ্বরে আক্রান্ত অন্য শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, গত চারদিনে মোট নয় শিশু অজ্ঞাত রোগে মারা গেছে। এরই মধ্যে আরো ৪০ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাঠকের মতামত