আন্তর্জাতিক খবর
15 Shares

ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানকে হত্যার জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। বিজয়ানের বিরুদ্ধে রাজ্য পর্যায়ে সংঘের ৩০০ সদস্যকে হত্যার অভিযোগ আনেন উজ্জয়িনীর সংঘ নেতা কুন্দান চন্দ্রবাত।
এর প্রতিশোধ নিতে বিজয়ানকে হত্যার আহ্বান জানান তিনি। এমনকি তার মাথার দাম ঘোষণা করেন এক কোটি রুপি। তিনি বলেন, ‘কেউ যদি মুখ্যমন্ত্রীর মাথা আমার কাছে এনে দেন, আমি আমার এক কোটি রুপি মূল্যের বাড়ি ও সম্পত্তি তাকে দিয়ে দিব।’
চন্দ্রবাতের এ প্রকাশ্য ঘোষণার পরপরই ভারতে সমালোচনার ঝড় উঠেছে। নিন্দা জানিয়েছেন বিরোধীরা। খোদ বিজেপি ও আরএসএসের ভেতরেও শুরু হয়েছে বিতর্ক। সংঘের পক্ষ থেকে বলা হয়, চন্দ্রবাতের এ বক্তব্য একান্তই ব্যক্তিগত। তিনি আবেগ থেকে এমন মন্তব্য করেছেন। সংঘ সংঘাত নয়, গণতান্ত্রিক প্রতিবাদে বিশ্বাসী। তাই এর দায় নেবে না সংঘ। নিন্দা জানিয়েছেন বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সিদ্ধার্থ নাথ সিং।
ভারতীয় জাতীয় কংগ্রেস এ ঘোষণাকে নরেন্দ্র মোদির শাসনামলের ‘স্বাভাবিক ঘটনা’ হিসেবে মন্তব্য করেছে। দলটির মতে, প্রধানমন্ত্রী মোদির মদদে ভারতজুড়ে যে অসহিষ্ণুতার বিকাশ ঘটছে, এমন মন্তব্য তারই বহিঃপ্রকাশ।
এদিকে সমালোচনার মুখে পড়ে দুঃখ প্রকাশ করে এ বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন চন্দ্রবাত। তিনি বলেছেন, ‘আমি আসলে রাজ্যে আরএসএস সদস্যদের মৃত্যুতে ক্ষুব্ধ ও ব্যথিত ছিলাম। তাই এমন মন্তব্য করেছি। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য টাইমস অব ইন্ডিয়া
পাঠকের মতামত