টকিজ
ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মূকাভিনয় উত্সবে অংশগ্রহণ করতে যাচ্ছে মাইম আর্ট। শহরের শান্তিমিত্র সমাজকল্যাণ সংস্থা আয়োজিত মূকাভিনয় উত্সবটি শুরু হয়েছে গতকাল। উত্সবে নিথর মাহবুবের রচনা ও নির্দেশনায় ‘যেমন কর্ম তেমন ফল’ প্রযোজনার অংশবিশেষ মঞ্চায়ন করে মাইম আর্ট। পাশাপাশি একক মূকাভিনয় পরিবেশন করেন মূকাভিনেতা নিথর মাহবুব। উত্সবটি শুরু হয় বিকাল ৫টায়। মাইম আর্টের পরিবেশনা ছাড়াও একদিনের এ উত্সবে মূকাভিনয় পরিবেশন করে মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), বাংলাদেশ মাইম থিয়েটার (ময়মনসিংহ) ও মূকাভিনয় উত্সবের আয়োজক সংগঠনের শান্তিমিত্র মাইম দল। উদ্বোধনী অনুষ্ঠানে শান্তিমিত্র সমাজকল্যাণ সংস্থার সভাপতি রাজন বীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-অর-রশীদ, বিশেষ অতিথি ময়মনসিংহ বহুরূপী নাট্য সংস্থার সচিব শাহাদাত্ হোসেন খান হীলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তিমিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং।
পাঠকের মতামত